চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী এবং মাদকসেবীসহ নয় জনকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, রবিবার দুপুর পর্যন্ত পূর্ববতি ২৪ ঘন্টায় কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী আবদুল করিম ওরফে ডাইল করিমসহ তিন মাদক ব্যবসায়ী, ৪ জন ছিনতাইকারী, ১ জন করে চোর ও মাদকসেবী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার