নকল স্বর্ণের বার তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার র্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হাটহাজারী থানাধীন ধোপার দীঘিরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক প্রতারক চক্রের পাঁচ সদস্য হলো- জসিম উদ্দিন (৪২), ওসমান প্রকাশ রুবেল (২৯), সোলাইমান (৩৫), ইদ্রিস (৫৮) ও আবু জাহেদ (৩৬)। তাদের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ, হাটহাজারী ও রাউজান এলাকায় বলে জানিয়েছে র্যাব। তাদের কাছ থেকে ৩২টি নকল স্বর্ণের বার ও বার তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, নকল স্বর্ণের বার তৈরি করে মানুষের কাছে স্বর্ণের বার বলে বিক্রি করে প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩২টি নকল স্বণের্র বার ও বার তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, আটক পাঁচজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা সিএনজি অটোরিকশা চালক, রিকশা ও ভ্যান চালকের ছদ্মবেশ ধারণ করে কৌশলে মানুষের সঙ্গে প্রতারণা করে। সাধারণ মানুষকে টার্গেট করে তারা নকল স্বর্ণের বার দেখায়। বিশ্বাস জন্মানোর জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করতো।
বিডি প্রতিদিন/ফারুক তাহের/আরাফাত