চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পারভেজ শাহ নামরে (২৪) একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার বৈরাগী ইউনিয়নের আনোয়ার সওদাগরের ছেলে।
সোমবার আনোয়ারার কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, দ্রুত গতির ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। বাস চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার