২৮ জুলাই, ২০২০ ২১:০৫

ক্যান্সার আক্রান্ত কাউন্সিলরের চিকিৎসায় একমাসের সম্মানী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ক্যান্সার আক্রান্ত কাউন্সিলরের চিকিৎসায় একমাসের সম্মানী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের উন্নত চিকিৎসায় এক মাসের সম্মানী দিচ্ছেন চসিকের অন্য কাউন্সিলররা। মঙ্গলবার ২৮ জন কাউন্সিলর এ ব্যাপারে সিদ্ধান্ত নেন। তারেক সোলেমান সেলিম ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দ্রুত সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাছাড়া তাঁর গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।   

বাগমণিরাম ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বলেন, ‘প্রত্যেক কাউন্সিলর  ৩৫ হাজার টাকার মতো সম্মানী পান চসিক থেকে। আমাদের সহকর্মী তারেক সোলেমান সেলিমের উন্নত চিকিৎসার জন্য আমরা এক মাসের সম্মানী দিচ্ছি। এভাবে আশা করি ১৫ লাখ টাকার মতো জোগাড় করতে পারবো।’

জানা যায়, চসিক ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিম ১৯৯৪ সালে প্রথম নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। এরপর ২০০০, ২০০৪ এবং সর্বশেষ ২০১৫ সালে কাউন্সিলর নির্বাচিত হন এই আওয়ামী লীগ নেতা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর কিশোর বয়সেই বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করে রাজপথে মিছিল করেছিলেন তিনি। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের এবং একাধিকবার হামলার শিকার হন। ২০০৪ সালে ২১  আগস্টের নির্মম ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেফতার হন। আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ছালেহ্’র সন্তান এ রাজনীতিক। 

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর