ডিপো-মিডরোল টিএম নামের ৪০ মিলিগ্রামের বিদেশী একটি ইঞ্জেকশনের গায়ের মূল্য ১২০ টাকা। কিন্তু এটি বিক্রি করা হচ্ছে ২৫০ টাকায়। তাছাড়া ইঞ্জেকশনের গায়ে যে মূল্য স্টিকার ছিল তাও তুলে ফেলা হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকার আদর্শ ফার্মেসিতে এমন অনিয়ম ধরা পড়ে।
বৃহস্পতিবার বিকালে একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন। করোনাকাল বিবেচনায় আদর্শ ফার্মেসির মালিককে জরিমানা ৩ হাজার টাকা এবং ভবিষ্যতে এমন না করার মুচলেকা নেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘ইঞ্জেকশনটির গায়ে বিক্রয়মূল্য লেখা ছিল ১২০ টাকা। কিন্তু ফার্মেসি কর্তৃপক্ষ মূল্যের স্টিকার তুলে ফেলে। এখন আর কোনো মূল্য নেই। তাই একটি ইঞ্জেকশন বিক্রি করা হচ্ছে ২৫০ টাকায়।
ক্রেতা চেঁচামেচি করলে ফার্মেসি কর্তৃপক্ষ বলেন, নিলে নেন না নিলে চলে যান। বাধ্য হয়ে ক্রেতারা কিনেও নেন। কেউ কেউ আবার অভিযোগও দেন। এ রকম অভিযোগ পেয়ে নিজেই ফার্মেসিতে গেলাম ওষুধ কিনতে। এই ইঞ্জেকশনের দাম কত? একদাম ১৮০ টাকা। গায়ে তো মূল্য লেখা নাই। বিদেশী জিনিস, তাই দাম লেখা নেই। আপনার কেনা কত? ভাউচার নেই। এটার খুচরা মূল্য ১২০ টাকা, আপনি বিক্রি করছেন ১৮০-২৫০ টাকা। এটা তো অন্যায়। আমার কেনা পড়েছে ২০৮ টাকা। ২০৮ টাকায় কিনে ১৮০ টাকায় বিক্রি করছেন? অতিরিক্ত দামের ইঞ্জেকশন বিক্রির অভিযোগে ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আর না করার মুচলেকা নেওয়া হয়।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন