ডাচ-বাংলা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ল্যাটিন আমেরিকা, বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ও থাই চেম্বার অব কমার্সের পরিচালক এবং চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হাসান মাহমুদ চৌধুরীর রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, প্রেস ক্লাব সহ-সভাপতি মনজুর কাদের মনজু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ক্লাবের সংস্কৃতিক সম্পাদক রুপম চক্রবর্তী, গ্রন্থকার সম্পাদক রাশেদ মাহমুদ, স ম ইব্রাহিম, মোস্তফা নঈম, মুক্তিযোদ্ধা মনজুরুল আলম মন্জু, আখতার হোসাইন এবং চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সহ-সভাপতি ইউসুফ সিকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/সেলিম/আরাফাত