২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৩৭

চট্টগ্রাম নগরীতে খাদ্যগুদাম ও পোশাক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে খাদ্যগুদাম ও পোশাক কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর বিসিক সাগরিকা শিল্প এলাকায় একটি কোম্পানির হিমায়িত খাদ্য প্রক্রিয়াজাত করার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় এ কারখানার গুদামেও আগুন লাগার ঘটনা ঘটে। এছাড়া নগরীর বায়েজিদ এলাকার একটি বন্ধ পোশাক কারখানায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ৭টার দিকে পৃথক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের ১০টি গাড়ি দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, সকাল ৭টার পরে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ এবং বন্দর স্টেশনের ১০টি গাড়ি ঘটনাস্থলগুলোতে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন অন্যদিকে ছড়াতে পারেনি।

অন্যদিকে বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক বলেন, সকাল সাতটার দিকে বালুছড়ার একটি বন্ধ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফরিদ চৌধুরী বলেন, তদন্ত সাপেক্ষে বলতে হবে। এর আগে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলা যাচ্ছে না

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর