শিশু ও নারীদের উপর ধর্ষণসহ সব ধরনের সহিংসতা বন্ধ এবং সকল নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানিয়েছে স্থায়িত্বশীল উন্নয়ন সংগঠন ইপসা। বুধবার দুপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে চট্টগ্রামের বিশটিরও অধিক উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতবৃন্দ সংহতি প্রকাশ করেন।
বক্তব্য রাখেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, এন্টি ট্যোবেকো মিডিয়া এলায়েন্সের (আত্মা) আহ্বায়ক মো. আলমগীর সবুজ, আত্মার সদস্য কামরুল হুদা, ইপসার উপপরিচালক মোহাম্মদ শাহজাহান, ইপসার কর্মসূচি সমন্বয়ক মোহাম্মদ আলী শাহিন, প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরোর, ব্রাইট বাংলাদেশ ফোরামের নির্বাহী পরিচালক উৎপল বড়ুয়া, সপ্নীল ব্রাইট বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, সুইট বাংলাদেশের সভাপতি নির্বাহী পরিচালক মোছা. জেবুন্নেছা, চট্টগ্রাম জিপির মহিলা বিষয়ক সম্পাদিকা কানিজ ফাতিমা, কাজীর দেউড়ি ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৮ নং ওয়ার্ডের কমিউনিটি ভলান্টিয়ার মোহাম্মদ মাসুদ, প্রগতিশীল যুব সংঘের সভাপতি মো. হেফাজুর রশিদ, উষার আলো যুব সংঘের সভাপতি স্বর্ণা আক্তার, ইয়ুথ ভয়েস অব চট্টগ্রামে সভাপতি রিফাত জাহান নদী, শতদল যুব সংঘের সভাপতি বৈশাখী আক্তার সুমি, সপ্ন ও আগামীর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার