ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করাতে এসে গ্রেফতার হয়েছেন ইয়াসমিন তালুকদার নামে এক রোহিঙ্গা নাগরিক। সকালে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আবু সাঈদ বলেন, নাম ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করাতে আসেন ইয়াসমিন তালুকদার নামে এক রোহিঙ্গা। আবেদনপত্র জমা দেয়ার সময় তার আচরণে সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে তার আঙ্গুলের ছাপ ‘এসএএস’ এর মাধ্যমে পরীক্ষা করা হয়। আগুলের ছাপে রোহিঙ্গা নাগরিক হিসাবে চিহ্নিত হলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার