চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেছেন, আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষরোপণ জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষা করা না গেলে আমাদের বেঁচে থাকা কঠিন হবে। এই কঠিনকে সহজ করার জন্য তিলোত্তমা চট্টগ্রামের মতো কিছু দায়বদ্ধ সংগঠনের কারণে দেশে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে।
সকালে নগরীর একটি কনভেনশন হলে ‘তিলোত্তমা চট্টগ্রাম’ আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে পাঁচ লাখ বৃক্ষরোপন কর্মসূচির দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিলোত্তমা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেলা আবেদীন রীমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিএমপি’র উপ পুলিশ কমিশনার বিজয় বসাক, চট্টগ্রাম ক্লাবের সাবেক চেয়ারম্যান এসএম আবু তৈয়ব, লায়ন শুভানাজ জিনিয়া, সৈয়দ সেলিম, সিএমপি বায়েজিদ জোন সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার, ইঞ্জিনিয়ার রাজীব দাশ প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে নগরীর ৬০টি এলাকায় প্রায় ১০ হাজার বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয় শনিবার। এতে উপস্থিত ছিলেন নগরীর মহল্লার সর্দার কমিটির আহবায়ক মন্জুরুল আলম চৌধুরী ও এলাকার বিশিষ্টজনরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার