চট্টগ্রামে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সার্ভিস এট ডোর স্টেপ’ কর্মসূচি শুরু করেছে। রাজস্ব আদায় বৃদ্ধি এবং সরকারি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহল আমীন এ কর্মসূচি শুরু করেন।
আজ সোমবার হাটহাজারী গড়দুয়ারা ইউনিয়নের কামদর আলী চৌধুরী বাজারে সেবা দেওয়ার মাধ্যমে শুরু হয় এ কর্মসূচি। কর্মসূচির প্রথম দিনেই ৫০ জন ব্যবসায়ী নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স গ্রহণ এবং নবায়ন করেন। নিজ দোকানে বসেই তারা এ সেবা গ্রহণ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহল আমীন বলেন, সার্ভিস এট ডোর স্টেপ এর উদ্দেশ্য হলো- জনগণের দোড়গোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়া এবং ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় বৃদ্ধি করা। যে সকল ব্যবসায়ী ট্রেড লাইসেন্স নেননি কিংবা ট্রেড লাইসেন্স নিয়েছেন কিন্তু নবায়ন করছেন না তাদেরকে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ট্রেড লাইসেন্স প্রদান বা নবায়নে উৎসাহিত-নিশ্চিত করছে। দোকানের সামনেই তাৎক্ষণিক লাইসেন্স প্রদান এবং নবায়ন করা হচ্ছে। সেবাপ্রার্থীকে কষ্ট করে অর্থ এবং সময় ব্যয় করে পরিষদে যেতে হচ্ছে না। প্রথম দিনে ৫০ জন ব্যবসায়ী নিজ এ সেবা গ্রহণ করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা