দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা পুলিশ। গ্রেফতার শিক্ষার্থীর নাম মো. রিয়াজ (২০)। তিনি নগরীর ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সোমবার ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন।
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) আহমেদ উল্লাহ ভূঁইয়া বলেন, আক্রান্ত শিক্ষার্থী এবং অভিযুক্ত তরুণের বাসা পাশাপাশি। প্রতিবেশী মেয়েটির সঙ্গে তার পূর্বপরিচয় ও ভালো সম্পর্ক আছে। স্কুল শিক্ষার্থীর বাবার অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর রিয়াজ তার মেয়েকে ফুসলিয়ে মাদারবাড়ি এলাকায় বন্ধুর বাসায় নিয়ে যায়। সেখানে বন্ধুর অনুপস্থিতিতে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
এরপর মামলা শেষে গ্রেফতার এই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ