সময়ানুবর্তিতার সাথে নিরাপদ ট্রেন ভ্রমণে যাত্রীসেবা নিশ্চিত করণ, নিরাপদেই ট্রেন চলাচল, মালামাল পরিবহন, টিকেট কালোবাজারি প্রতিরোধ,পরিষ্কার-পরিচ্ছন্নতা রাজস্ব আয় বৃদ্ধিসহ নানাবিধ পরিকল্পনা নিয়ে চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ স্টেশনের মাস্টার, ইয়ার্ড মাস্টার, পরিদর্শক ও কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে পূর্বাঞ্চল রেলওয়ের পরিবহন ও বাণিজ্যিক বিভাগের জরুরি মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সিআরবির সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সরদার সাহাদাত আলী।
পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সরদার সাহাদাত আলী বলেন, বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নে অনেক প্রকল্প গ্রহণ করেছেন। যার কিছু কিছু ইতোমধ্যে শেষ হয়েছে এবং কিছু কিছু চলমান আছে। উন্নয়নের এই সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আমাদের দায়িত্ব পালনে আরো যত্নবান হতে হবে। দুর্ঘটনা হ্রাস, সময়ানুবর্তিতার সাথে ট্রেন চলাচল, যাত্রী সেবা বৃদ্ধি এবং ট্রেন ও স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করণসহ নানাবিধ দিক-নির্দেশনামুলক আলোচনা করা হয়েছে।
পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) মোহাম্মদ নাজমুল ইসলাম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সরদার সাহাদাত আলী। এসময় উপস্থিত ছিলেন প্রধান যন্ত্র প্রকৌশলী (পূর্ব) ফকির মো. মহিউদ্দিন, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. সুবক্তগীন, ডিআরএম/চট্টগ্রাম সাদেকুর রহমান, অতিঃ সিসিএম(পূর্ব) মো. মিজানুর রহমান, অতিঃসিওপিএস (পূর্ব) সুজিদ কুমার বিশ্বাস, এসিসিএম (আর) গৌতম দাশ, চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) আনছার আলীসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা