চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ ৫ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ও মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে জেলা পুলিশ।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুুল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মো ইসমাইল এবং মোজাম্মেল হোসেন। সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ জানি আলম নামে এক ইয়াবা ব্যবসায়ী এবং ১ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ তারেক নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে লোহাগাড়ার চুনতি ফরেস্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুলাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার