মানবিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত ডিআইজি একেএম আওলাদ হোসেন। বুধবার সকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩’র মাসিক কল্যাণ সভায় এ আহ্বান জানানো হয়।
মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত ডিআইজি একেএম আওলাদ হোসেন বলেন, মানব কল্যাণ বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে। বই পড়ার মাধ্যমে মানবিক মূল্যবোধ বৃদ্ধি করা, কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করা, পুলিশ বাহিনীর নিয়ম শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড ঠিক রাখা বিষয়েও মাথায় রাখতে হবে।
মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুশান্ত সরকার, সহকারী পুলিশ সুপারদ্বয়, পুলিশ পরিদর্শকগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যগণ।
সভায় বই পড়া উৎসব প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর-প্রাপ্ত তিন জন এবং কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালায় তিন জনসহ মোট ছয় জনকে পুরস্কার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর