চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের আসনের নিচ থেকে ১০ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের বড় একটি চালান আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে স্বর্ণের ১৬০টি বার উদ্ধার করা হয়। বিমানবন্দর কাস্টমস গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চালানটি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, সকাল ৮টা ২০ মিনিটে রামেজিং করার সময় ৩৩ নম্বর সিটের নিচে কালো টেপে মোড়ানো ২টি বান্ডিল এবং ২৯ নম্বর সিটের পাশ থেকে আরেকটি পলিথিনে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন বলেন, ‘বৃহস্পতিবার সকালে বিজি ১৪৮ ফ্লাইটের ৩৩ ও ২৯ নাম্বার সিটের নিচে প্লাস্টিকের ব্যাগে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা।’
বিডি প্রতিদিন/শফিক/আবু জাফর