চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ছয়দিনে পুকুরে ডুবে তিনটি শিশুর মারা গেছে। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরেও দুই বছর বয়সী একটি শিশু পানিতে ডুবে মারা যায়।
জানা যায়, আজ বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের ইমাম নগর গ্রামের জয়নাব খাতুন বাপের বাড়ির আয়ান নামের এক শিশু পানিতে ডুবে মারা যায়। সে আরব আমিরাত প্রবাসী হুমায়নের পুত্র।
এর আগে গত শনিবার নাজিরহাট ৪নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামে আরাফ আহমেদ নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছিল। এরপর গত রবিবার উপজেলার দাঁতমারা এলাকায় হেয়াকো বাজারের পান ব্যবসায়ী জাহাঙ্গীরের ছেলে মো. বাবু (১১) পুকুরে ডুবে মারা যায়।
নাজিরহাট পৌরসভার কাউন্সিলর মাওলানা মো. ইয়াকুব বলেন, ‘আজ সকালে মায়ের সঙ্গেই ছিল আয়ান। মা পাশের ঘরে পিঠা তৈরিতে সহায়তা করছিলেন। মায়ের অগোচরে পাশে থাকা পুকুরে চলে যায় শিশু আয়ান।
একটু পরে দেখতে না পেয়ে খুঁজাখুঁজির করে দেখা যায় সে পুকুরে। দ্রুত উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর