চট্টগ্রামের ফটিকছড়ির সমিতির হাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় হেলাল উদ্দিন (৩১) নামে এক যুবককে দুর্বৃত্তরা মধ্যরাতে তার বাড়ির কাছে ছুরিকাঘাতে খুন করেছে। গতকাল বুধবার মধ্যরাতে নিশ্চিন্তাপুর এলাকার হোসেন মাঝির বাড়ির দোচালা গোয়াল ঘরের মধ্যবর্তী গলির পূর্বপ্রান্তে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হেলালের স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে পুলিশ মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ নিশ্চিন্তাপুর হোসেন মাঝির বাড়ির মৃত আবুল কালামের ছেলে মো. মেহেরাব হোসেন অপি (২০) ও মো. নুরুল হুদা বাবুলের ছেলে মো. লতিফুর রহমান রুকন (২১)।
মামলায় বাদী সুলতানা রাজিয়া অভিযোগ করেন, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো ছুরি দিয়ে হেলাল উদ্দিনকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ‘খুনের ঘটনায় হেলালের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে মামলায় এজহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
বিডি প্রতিদিন/আবু জাফর