‘স্বর্ণ ব্যবসায়ীদের ওপর ভ্যাট ও আয়কর প্রশাসন নানাভাবে হয়রানি করছে,’ এমন অভিযোগ তুলে স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ‘বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখা’। আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এই হুমকি দেন।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মৃনাল কান্তি ধর বলেন, ‘করোনার সময় বেশিরভাগ জুয়েলারি দোকান বন্ধ ছিল। তাই কারও ব্যবসা হয়নি, কিন্তু ভ্যাট ও আয়কর প্রশাসন ভ্যাটের জন্য ব্যবসায়ীদের হয়রানি করছে। নিয়ম অনুযায়ী কোনো ব্যবসায়ী ভ্যাট না দিলে তাকে দুইবার নোটিশ দিয়ে অবগত করতে হবে। কিন্তু সেটি না করে তারা ব্যবসায়ীদের হয়রানি করছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘পরিস্থিতির বাস্তবতার নিরিখে সরকারি ওই প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সেইসঙ্গে স্বর্ণ ব্যবসায়ীদের অনিয়মতান্ত্রিক কোনা হয়রানি করা যাবে না। হয়রানি অব্যাহত থাকলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ