শিরোনাম
২২ জানুয়ারি, ২০২১ ২২:২৪

ছিন্নমূল-বাস্তুহারাদের পূণর্বাসনে কার্যকর উদ্যোগ নেব: ওয়াহেদ মুরাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ছিন্নমূল-বাস্তুহারাদের পূণর্বাসনে কার্যকর উদ্যোগ নেব: ওয়াহেদ মুরাদ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনিত মেয়র প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ বলেছেন, নগরীতে বিদ্যমান বিভিন্ন পাহড়ের পাদদেশে অসংখ্য অবহেলিত মানুষকে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় মানবেতর জীবন যাপন করতে দেখা যায়। যেখানে বর্ষা মৌসুমে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রাণহানির ঘটনাও ঘটে থাকে। এসব মানুষ নাগরিক সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত। যা একটি স্বাধীন দেশে কখনও কাঙ্খিত হতে পারে না। তাই নির্বাচিত হলে পাহাড়ের পাদদেশে বসবাসকারী এসব ছিন্নমূল বাস্তুহারাদের পূণর্বাসনে কার্যকর উদ্যোগ নেয়া হবে। 

শুক্রবার বিকেল ৩টায় চসিক নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ নগরের ছোটপুল, বেপারিপাড়া, মুহূরীপাড়া ও বড়পোল এলাকায় গণসংযোগকালে এ আশ্বাস দেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এম. মহিউল আলম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ আলী, অর্থ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ খাঁন ইমু, মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন তাহেরী, মাসুদ করিম চৌধুরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মুহাম্মদ তৌহিদ, মোহাম্মদ দিদারুল আলম, আবুল হাশেম মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ মুনির উদ্দীন, মুহাম্মদ সিহাব, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ রিদুয়ান, মুহাম্মদ ইমরানসহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ।  


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর