বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সস্ত্রীক করোনার ভ্যাকসিন নিয়েছেন। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে টিকা গ্রহণ করেন তারা।
করোনা ভ্যাকসিন কমিটির সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দুপুর দেড়টায় সস্ত্রীক টিকা দিতে আসেন বিএনপির হেভিওয়েট নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় টিকা গ্রহণ করেন। প্রথমে তিনি, পরে তার স্ত্রী তাহেরা আলম টিকা গ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/শফিক