লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম এ কমিটি অনুমোদন দেন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ গিয়াস উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক হয়েছেন জাফর আহমদ চৌধুরী। সহ-সভাপতি করা হয়েছে এস.এম. দিদারুল আলম, মৌলানা শাহ আলম আল কাদেরী, অধ্যাপক জহিরুল হক চৌধুরী ও মোহাম্মদ উদ্দিনকে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বিএম সায়েদুল হক ও আজহারুল ইসলাম অপু। সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী। সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ মোরশেদ।
এছাড়াও কোষাধ্যক্ষ আবু সৈয়দ, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এবং সহ দপ্তর সম্পাদক আবদুল হালিম। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন আবদুল্লাহ আল-নোমান, সহ-প্রচার সম্পাদক হয়েছেন মৌলানা মোহাম্মদ জাহেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাছির উদ্দীন, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কাসেম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সত্যজিত বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোহাম্মদ একরামুল করিম ইমন, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুছা, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক, নিরক্ষরতা দূরীকরণ সম্পাদক মোহাম্মদ শোয়াইব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ সেলিম, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট হিরামনি বিলকিস, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক মোহাম্মদ হারুন হায়দার এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হয়েছেন মোজাম্মেল হক।
বিডি প্রতিদিন/নাজমুল