চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মোহাম্মদ রিয়াদ (১৯) নামের এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৮নং মেখল ইউনিয়নের পশ্চিম মেখল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিয়াদ ওই এলাকার কালামিয়া সওদাগর বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি একটি ডেকোরেশন প্রতিষ্ঠানে কাজ করতেন।
স্থানীয়দের বরাতে হাটহাজারী মডেল থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন জানান, শুক্রবার সকালের দিকে স্থানীয়রা রিয়াদের বাড়ির পেছনের পুকুর পাড়ে একটি গাছের সাথে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম