চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল আবছারকে মাদকের মামলায় ৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদন্ডের আদেশ দেন। দন্ডিত আবছার নগরীর পতেঙ্গা থানাধীন দক্ষিণপাড়ার বদিউল আলমের ছেলে। সোমবার যুগ্ম মহানগর দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জহির উদ্দিন এ আদেশ দেন বলে জানান সহকারী পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ বড়ুয়া।
তিনি বলেন, ২০১৮ সালের ৩ জুন পতেঙ্গা নেভাল রোডের চাইনিজ ঘাটের সামনে থেকে একটি বস্তাসহ নুরুল আবছারকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় আবছারকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ নুরুল আবছারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। গত সোমবার উক্ত আদালত ৪ বছরের কারাদন্ড দিয়েছেন। একই রায়ে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদন্ডের আদেশ দেন।
জানা গেছে, ২০১৮ সালে পতেঙ্গা থানা পুলিশ ৪০ বোতল বিদেশি মদসহ নুরুল আবছারকে হাতেনাতে ধরলেও পরে জেল থেকে ছাড়া পেয়ে পুলিশ সদস্যদের হয়রানি করতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে সেই মামলা তদন্ত করে দুর্নীতি দমন কমিশন। দুদকের তদন্তে নুরুল আবছারের মামলা মিথ্যা প্রমাণিত হয়। পরে মিথ্যা অভিযোগ করায় নুরুল আবছারের বিরুদ্ধে দুদক বাদি হয়ে মামলা দায়ের করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার