চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কর্ণফুলীর ১২ নম্বর ঘাট এলাকায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে মারা গেছেন সৈকত বড়ুয়া (২৮)। তিনি সৈকত কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহ মিরপুর এলাকার প্রশান্ত বড়ুয়ার ছেলে। প্রতিদিনের মতো নৌকায় উঠেছিলেন তিনি। মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সৈকতের মামাতো ভাই পলাশ বড়ুয়া।
তিনি বলেন, নৌকাডুবিতে তিনজনকে উদ্ধারের পর হাসপাতালে আনার খবর পেয়ে পাড়া-প্রতিবেশীদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে আসি। এসে সৈকত বড়ুয়ার মরদেহ পাই।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, কর্ণফুলীর ১২ নম্বর ঘাটে নৌকাডুবির পর সৈকত বড়ুয়াকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ