চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারে ‘গাউছুল আজম কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর বায়েজিদের গাউছুল আজম সিটিতে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারে শরীফের পীর আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নূর খাঁন, প্রফেসর ড. জালাল আহমদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জালালবাদ ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু, কাউন্সিলর মুহাম্মদ মোবারক আলী ও নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুছলেহ উদ্দিন আহমদ মাদানী প্রমুখ।
মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ’র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি, অসহায় নির্যাতিত মুসলমানদের হেফাজতে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এমআই