চট্টগ্রাম নগরীর আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে আশরাফ উদ্দীন (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার জয়কালী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফ উদ্দীন নোয়াখালী জেলার মাইজদী এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। আশরাফ তার পরিবারের সঙ্গে আনোয়ারা এলাকায় বসবাস করতেন। তিনি দিলোয়ারা জাহান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতের কারণ জানা যায়নি। নিহতের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত