বাংলাদেশ রেলওয়ের কয়েকটি বিভাগের গুরুত্বপূর্ণ ৬টি পদে রদবদল হয়েছে। বুধবার রেলওয়ের সংস্থাপন শাখা-১ এর উপ-পরিচালক শাহ আলম (ই-১) স্বাক্ষরিত এক আদেশে জানা গেছে।
তবে দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম বিভাগীয় পরিবহণের দায়িত্বশীল চিহ্নিত কর্মকর্তার বির্তকিত নানা ঘটনার বিষয়ে আলোচনা সমালোচনা হলেও এখনও পর্যন্ত বহাল তবিয়তে থাকায় প্রশ্ন উঠেছে খোদ কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে। এসব নিয়ে জিএম, ঊর্ধ্বতন কর্মকর্তা, দুদকসহ গোয়েন্দা সংস্থা ও রেল শ্রমিক সংগঠনের নেতারাও অবগত আছেন বলে সূত্রে নিশ্চিত করা হয়েছে।
রেলওয়ের সংস্থাপন দপ্তরের আদেশ সূত্রে জানা গেছে, রেলওয়ের বিভিন্ন দপ্তরের ৬টি গুরুত্বপূর্ণ পদে রদবদলে নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন রেলওয়ের পাকশির বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (পাকশি), ডেপুটি সিসিএম (আর-পূর্ব) গৌতম কুমার কুন্ডুকে ডেপুটি সিসিএম (আর-পশ্চিম), ডেপুটি সিসিএম (পশ্চিম) আবদুল্লাহ আল মামুনকে বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা (পাকশি), বিভঅগীয় পরিবহণ কর্মকর্তা (পাকশি) মো. নাসির উদ্দিনকে বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (পাকশি), উপ-পরিচালক (জনসংযোগ-পূর্ব) তৌষিয়া আহমেদকে ডেপুটি সিসিএম (আর-পূর্ব) এবং আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের উপ-পরিচালক (পুনর্বাসন) মো. ওমর ফারুককে উপ-পরিচালক (জনসংযোগ-পূর্ব) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এটি পুনরাদেশ না দেয়া পর্যন্ত বদলি ও পদায়নের এ আদেশ জনস্বার্থে দেয়া হয়েছে। এটি দ্রুত কার্যকর করতেও বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার