রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেন চলাচলে যাত্রীসেবা নিশ্চিতকরণ, মালবাহী ও তেলবাহী ট্রেনের দুর্ঘটনা রোধ ও রেললাইনের সংস্কার কাজের মোটর ট্রলির মাধ্যমে লাইন পরিদর্শন করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেনসহ দায়িত্বশীল কর্মকর্তারা।
আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত পৃথকভাবে ট্রলি করে পূর্বাঞ্চলের বিভিন্ন রেললাইন পরির্দশন করেন তারা। নিয়মিত কাজের অংশ হিসেবে মঙ্গলবারও মোটর ট্রলি করেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীনসহ রেলের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সকলের সমন্বয়ে রেলের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। মোটর ট্রলিসহ বিভিন্নভাবে রেললাইন পরির্দশন করে কাজের অগ্রগতিও নিশ্চিত করা হচ্ছে। ট্রেন চলাচলে যাত্রীসেবার পাশাপাশি মালবাহী এবং তেলবাহী ট্রেনও বিভিন্ন রুটে চলাচল করছে। তবে পর্যায়ক্রমে আগামীতে রেলের সেবা আরো বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) লাকসামের দায়িত্বশীল কর্মকর্তা (সিআই) জাহাঙ্গীর আলম বলেন, আখাউড়া-লাকসাম রেললাইনে মোটর ট্রলির মাধ্যমে পরির্দশন করেন জিএম স্যারসহ কর্মকর্তারা। এসময় রেলের বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার