চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে রাস্তায় পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় সাফায়াত হোসেন রিফাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সাফায়াত হোসেন রিফাত একই পাড়ার মো. বেলালের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে গণিপাড়া নিয়াজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্যা জাহাঙ্গীর।
তিনি বলেন, নিয়াজী বাড়ির সামনে চার শিশু একসঙ্গে রাস্তা পার হচ্ছিল। তিন শিশু রাস্তা পার হয়ে গেলেও সাফায়াত হোসেন রিফাত অটোরিকশার ধাক্কায় আহত হন। তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে পরিবার থেকে অটোরিকশার চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর