৮ এপ্রিল, ২০২১ ২৩:২১

হাটহাজারী থানা ভাঙচুরের মামলায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাটহাজারী থানা ভাঙচুরের মামলায় গ্রেফতার ৪

প্রতীকী ছবি

হাটহাজারী থানা ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আফজারুল হক টুটুল।

তিনি জানান, হাটহাজারী থানা ভাংচুর মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হেফাজেতের কর্মী বা  মাদ্রাসার ছাত্র নয়। থানা ভাংচুর মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। 

প্রসঙ্গত, হাটহাজারী উপজেলায় গত শুক্রবার ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতে ইসলামের বিক্ষোভকালে বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনায় ৩০ মার্চ রাতে থানায় ৬টি মামলা দায়ের করা হয়। হাটহাজারী থানায় ও ভূমি অফিসে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় দু'টি এবং হাটহাজারী থানায় হামলা ও ভাঙচুরকালে পুলিশ সদস্যকে আক্রমণ এবং উপজেলা ডাকবাংলো ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে চারটি মামলা হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর