চট্টগ্রাম নগরীতে সিএনজি টেক্সি ধাক্কায় মো. আরকান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় দুর্ঘটনায় পতিত হয় ওই শিশু। শুক্রবার সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আরকানকে একটি সিএনজি ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/আল আমীন