পটিয়ায় একাধিক মামলার এক পলাতক আসামির বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পলাতক ওই আসামির নাম জসীম উদ্দিন।
মঙ্গলবার ভোরে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকায় আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে এসব কার্তুজ উদ্ধার করা হয়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ বলেন, জসিম উদ্দিন দক্ষিণ চট্টগ্রাম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আসামিকে ধরতে তার বাড়িতে অভিযান চালানো হলে এ সময় কার্তুজগুলো পাওয়া যায়। এ ঘটনার পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর