চট্টগ্রামে যুবলীগ নেতা পরিচয়ে বিদ্যুৎ ভবনের এক ঠিকাদারের কাছে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ৬ জন যুবক। আটককৃতরা হলো- শাহানুর শাহিন (৫৩), নুরুল কবির (৪৫), মো. ইকবাল (৪৭), তৌহিদুল আলম (৪০), ওসমান গনি দুলু (৪৫) ও নুরুল আফছার টিপু (৪৫)। নিজেদেরকে যুবলীগ নেতা পরিচয় দিলেও কেউই নগর ও স্থানীয় ওয়ার্ড কমিটিতে কোন ধরণের পদ-পদবীতে নেই।
সোমবার আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের ৬ তলায় এ ঘটনা ঘটে বলে জানান ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদার বশির উদ্দিনের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী গ্রুপ। সোমবার দুপুরে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের ৬ তলায় গেলে হাতেনাতে আটক করা হয়। তবে ঠিকাদারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি, না দিলে মারধর ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার