মিরসরাইয়ে পার্কিং অবস্থায় থাকা একটি ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে পানবোঝাই একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ভ্যানের চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার ভোর পৌনে ৬টার দিকে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মোহাম্মদ ওয়াহিদ (২৪) ও মো. রুবেল (২২)। তাদের দুজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, সকালে সোনাপাহাড় এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী পানবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপারের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এমআই