ছিনতাইকারী হিসেবে পুলিশসহ এলাকায় নানাভাবে পরিচিতি ফারজানা বেগম। তার বিরুদ্ধে আছে ছিনতাইসহ ৮টি মামলা। পাশাপাশি ফারজানা সোশ্যাল মিডিয়ায় টিকটকার হিসেবেও বেশ পরিচিত। গত শুক্রবার রাতে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান থানার ওসি মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, ফারজানা টিকটক ও লাইকি করে। কিন্তু একজন চিহ্নিত ছিনতাইকারী। কিশোরদের নিয়ে তার নিজস্ব একটি ছিনতাইকারী দলও আছে। ফারজানা একা চলাচলরত কোনও ছেলেকে প্রথমে টার্গেট করে। এরপর ঠিকানা জিজ্ঞেস করার নামে তাকে থামায়। এসময় টাকা ও মোবাইল দিয়ে না চাইলে ইভটিজিং ও যৌন হেনস্থার অভিযোগ আনার হুমকি দেয়। এতে ভয়ে সবকিছু দিয়ে দেয় ছেলেরা। আর মেয়েদেরও নানা কৌশলে থামায়।
তিনি বলেন, ফারজানার স্বামী রুবেল মাত্র ২ দিন আগে এলজি ও ছোরাসহ গ্রেফতার হয়েছিল। ১১ মামলার আসামি রুবেলও ছিনতাইকারী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ