চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃত হলেন- শহিদুল ইসলাম। অভিযানে তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, একটি কোয়ার্টার গান এবং পাঁচটি গুলি জব্দ করা হয়। শনিবার রাতে জেলার বাঁশখালী থানাধীন চাম্বল ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র ব্যবসায়ীক শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দুইট ওয়ান শুটার, একটি কোয়াটার গান জব্দ করা হয়। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার