চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও চিকিৎসকদের সংগঠন ইয়ং সোস্যাইল এক্টিভিজম বোর্ড (ওয়াই স্যাব) এর উপদেষ্টা ডা. সন্দ্বীপন দাশ (৫২) আর নেই।
সোমবার বিকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত বছর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি করোনা পরবর্তী জটিলতা ও প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তার শেষ কৃত্যের বিষয়ে এখনও পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়নি। তার স্ত্রী ডা. রূপা দত্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত আছেন। মানবিক এ চিকিৎসকের একটি ছেলে ও একটি মেয়ে আছে।
চমেক হাসপাাতলের জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় দেব বলেন, হঠাৎ অসুস্থবোধ করায় গত রবিবার ডা. সন্দ্বীপন দাশকে হাসপাতালে ভর্তি করা হয়। অবাক বিষ্ময়ের ব্যাপার আজ তিনি আর আমাদের মাঝে নেই। তিনি রোগী দেখতে দেখতে নিজের শরীর-স্বাস্থ্যের প্রতি কখনো খেয়াল করতেন না। এরই মধ্যে শরীরে নানা অসুখ বাসা বাধে। তিনি অনেক মানবিক চিকিৎসক ছিলেন।
ওয়াই স্যাব এর ফাউন্ডার প্রেসিডেন্ট ডা. হামিদ হোছাইন আজাদ বলেন, স্যার বেশ কয়েকদিন ধরে কিছু জটিলতা নিয়ে ভুগছিলেন। এর আগে গত বছর তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীনও ছিলেন। করোনাকে জয় করতে পারলেও তিনি সাধারণ রোগগুলোকে বড় অবহেলা করতেন। কখন যে তার শরীরে বড় সমস্যা তৈরি হয়েছে, হয়তো তা জানা ছিল না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন