চট্টগ্রামের সন্দ্বীপ থানার হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আশরাফকে (৩৫) ১০ বছর পর গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে তাকে সন্দ্বীপের শুকলাল হাট এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৭। গ্রেফতার আশরাফ সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের আব্দুল মোতালেব প্রকাশ মানিকের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, সন্দ্বীপ থানার হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ। গত সোমবার সন্ধ্যায় শুকলাল হাট এলাকায় অভিযান চালিয়ে আশরাফকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ