চট্টগ্রামের খুলশী থানার মতিঝর্ণা এলাকার একটি বাসার সামনে আবর্জনা ফেলা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া থেকে মারামারিতে আব্দুল মালেক নামে ৬০ বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান।
তিনি বলেন, ছোট ঘটনাকে বড় করে ফেলেছে দুই পক্ষই। বাসার সামনে ময়লা ফেলার বিষয় নিয়ে প্রতিবেশী দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় আব্দুল মালেক নামে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করেছে এক পক্ষ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে বাসায় যাওয়ার পথে মালেকের বাসার সামনে বস্তাভর্তি কিছু আবর্জনা দেখতে পান প্রতিবেশী আলাউদ্দিন। পথে এসব আবর্জনা রাখায় মালেকের কাছে কারণ জানতে চান। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে মারামারিতে জড়ায়। এতে গুরুতর আহত হয় মালেক। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার