চট্টগ্রামে আরও এক নারীর শরীরে ধরা পড়েছে ব্ল্যাক ফাঙ্গাস। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত না হয়েও মিউকরমাইকোসিস নামক এক রোগে আক্রান্ত হয়েছেন।
৩৫ বছর বয়সী ওই নারী গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হলেও আজ শনিবার তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব ধরা পড়ে।
চমেক হাসপাতালে মেডিসিন বিভাগের প্রধান ডা. সুযত পাল বলেন, "তিন দিন আগে ওই নারী হাসপাতালে ভর্তি হন। আজ শনিবার তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে। তিনি মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। ওই নারী করোনায় আক্রান্ত হননি। তবে তিনি উচ্চ ডায়াবেটিসের রোগী। গত বৃহস্পতিবার তিনি নানান সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
প্রসঙ্গত, এর আগে চট্টগ্রামে দুই জন ব্ল্যাক ফাঙ্গাস রোগী ধরা পড়েন। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের মধ্যে প্রথম সনাক্ত হওয়া রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত