বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, সরকার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য দেশকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে রেখেছে। বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। এ পরাধীনতার শৃঙ্খল ভাঙতে হলে জনগণকে নিয়ে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে।
আজ শনিবার নগরীর কাজীর দেউরী এলাকার একটি কমিউনিটি সেন্টারে কোতোয়ালি থানা বিএনপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর প্রধান বক্তা মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার প্রকল্প আত্মসাত করেছে আওয়ামী লীগ সরকার। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে। কিন্তু সেই সকল দুর্নীতিবাজদের বিচার হয় না।
কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সিনিয়র যুগ্ন আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এসএম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন ও কামরুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক