বিদ্যালয়ের সামনে অভিভাবকদের জটলা না করার অনুরোধ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মমিনুর রহমান। শনিবার নগরীর ডিসি হিল সংলগ্ন ন্যাশনাল প্রাইমারি স্কুল ও ডা. খাস্তগীর বালিকা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ অনুরোধ জানান।
জেলা প্রশাসক বলেন, অভিভাবকরা যদি সন্তানদের স্কুলে দিয়ে চলে যান, আবার স্কুল ছুটির পর নিয়ে যান তাহলে সংক্রমন ঝুঁকি অনেক কমে আসবে। তাই অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে সন্তানকে স্কুলে দিয়ে বাইরে অপেক্ষা না করার। মাস্ক ছাড়া কেউ শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থী, শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িতদের মাস্ক পরতে হবে। একেবারে কম বয়সী যারা, তাদের কোনও সংকট হচ্ছে কিনা, সেটা শিক্ষকদের খেয়াল রাখতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল