বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের সীমানা প্রাচীর ধসে পড়েছে। এতে কমপক্ষে ২ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে যাওয়া আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু যেতে যেতে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাই নির্দিষ্ট করে কতজন আহত হয়েছে তা বলতে পারছি না।
কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, কয়েকজন পথচারী ও হকার আহত হয়েছে বলে শুনেছি। হাসপাতালে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হওয়া যাবে আসলে কতজন আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা