হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমেদ শফীর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণের শুনানি পূনঃনির্ধারণ করেছেন আদালত। রবিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হলে আদালত শুনানির তারিখ ৭ নভেম্বর নির্ধারণ করেন।
মামলার বাদী মোহাম্মদ মঈনুদ্দীন বলেন, ‘রবিবার পিবিআই’র তদন্ত প্রতিবেদন গ্রহণের শুনানির ধার্য্য তারিখ ছিল। কিন্তু আদালত ৭ নভেম্বর শুনানির তারিখ পূনঃনির্ধারণ করেছেন।’
প্রসঙ্গত, গত বছরের ১৮ সেপ্টেম্বর মৃত্যু হয়ে আল্লামা শফী’র। তার মৃত্যুর পর থেকে শফী অনুসারীরা দাবি করে আসছে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে শীর্ষ এ আলেমকে। এ ঘটনায় ২৭ ডিসেম্বর চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আল্লামা শফীর শ্যালক মোহাম্মদ মঈনুদ্দীন। ১২ এপ্রিল তদন্তকারী সংস্থা পিবিআই বাবুনগরী, মামুনুল হক ও আজিজুলসহ ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা করে। এরই মধ্যেই মারা যান জুনায়েদ বাবুনগরী।
বিডি প্রতিদিন/হিমেল