পুলিশের ফেসবুক পেজে সরকারবিরোধী আপত্তিকর মন্তব্য করায় গ্রেফতার করা হয়েছে মাহফুজুল করিম নামে এক যুবককে।
রবিবার রাতে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মাহফুজুল করিম একই এলাকার ফজল করিমের ছেলে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, পুলিশের ফেসবুক পেজে সরকার ও পুলিশ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মাহফুজুল করিম। পরে তাকে গ্রেফতার করে চন্দনাইশ থানা পুলিশ। তার বিরুদ্ধে জননিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই