চট্টগ্রাম নগরীর একটি নির্মাণাধীন ভবন থেকে নেজাম পাশা নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে খুলশী থানাধীন জালালাবাদ আবাসিকের একটি নিমার্ণাধীন ভবন থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, জালালাবাদ এলাকার ভিআইপি রোডে পাশে নেজাম পাশা একটি ভবন নিমার্ণ করছেন। রবিবার বিকেলে তিনি ভবনের কর্মচারীদের বেতন দিতে যান। ভোর ভবনের নিচ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি বলেন, ব্যবসায়ী নেজাম পাশাকে হত্যা করা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার