১৬ অক্টোবর, ২০২১ ১৮:৪৫

‘জয়া’র খাঁচায় দুই অতিথির আগমন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘জয়া’র খাঁচায় দুই অতিথির আগমন

চট্টগ্রাম চিড়িয়াখানার সাদা বাঘের জন্য বিখ্যাত ‘জয়া’ জন্ম দিয়েছে আরো দু’টি শাবক। গত ১৯ সেপ্টেম্বর শাবক দু’টি জন্ম হলেও শনিবার তা গণমাধ্যমে অবহিত করা হয়।

চিড়িয়াখানার কিউরেটের ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, গত ১৯ সেপ্টেম্বর জয়া দু’টি শাবক জন্ম দেয়। দুইটি বাঘিনী শাবক। এর আগে জয়া দু’টি শাবক জন্ম দেয়। সেগুলোর নাম রাখা হয় জো-বাইডেন।’

জানা যায়, ২০১৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ১১ ও ৯ মাস বয়সী একটি বাঘ ও বাঘিনী আনা হয়। তাদের নাম দেয়া হয় রাজ ও পরী। ২০১৮ সালে রাজ ও পরী জন্ম দেয় তিন শাবক। যার মধ্যে একটি শাবক মারা গেলেও অন্য দুইটির নাম দেয়া হয় শুভ্রা ও জয়া।

নগরের ফয়’স লেক এলাকায় ১৯৮৯ সালের প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ৬৬ প্রজাতির ৬২০টি পশু-পাখি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাঘ, সিংহ, কুমির, জেব্রা, ময়ূর, ভালুক, উটপাখি, ইমু, হরিণ, বানর, গয়াল, অজগর, শিয়াল, সজারু ইত্যাদি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর