চট্টগ্রামে পলিথিন মুক্ত হবে ব্যস্ততম তিনটি বাজার। এগুলো হলো নগরীর কাজীর দেউড়ী, কর্ণফুলী মার্কেট ও চকবাজার কাঁচাবাজার। আগামী ১ ডিসেম্বর থেকে পলিথিনমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, সংরক্ষিত কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, ফেরদৌসি আকবর, চসিক সচিব খালেদ মাহমুদ,
মার্কেট পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল জলিল, মো. জাহাঙ্গীর আলম, মো. হোসেন মুন্না, কায়সার আহমেদ চৌধুরী, জাফর আহমদ প্রমুখ।
প্যানেল মেয়র কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বলেন, ব্যবহৃত পলিথিন যত্রতত্র ফেলার কারণে নালা-নদর্মা, খাল ও নদী ভরাট হয়ে যাচ্ছে। এতে করে বর্ষা মৌসুমে নগরীতে জলজট সৃষ্টি হচ্ছে যা নাগরিক দুর্ভোগে পরিণত হচ্ছে। তাই আমাদের আগামী প্রজন্মকে বাসযোগ্য একটি শহর উপহার দেয়ার প্রত্যয়ে নাগরিক দায়িত্ব হিসেবে পলিথিন বর্জনে ভূমিকা রাখতে হবে। চসিকের বাজার উন্নয়ন ও মনিটরিং কমিটির মাধ্যমে আগামী একমাস উল্লেখিত বাজারগুলোতে পলিথিনের বিকল্প হিসেবে টিস্যু ব্যাগ, সুতার নেটের ব্যাগ সরবরাহ করা হবে।
চসিক সচিব খালেদ মাহমুদ বলেন, পলিথিনমুক্তকরণে ভূমিকা রাখা মহৎ কাজ। পলিথিন তৈরিতে বিপুল পরিমাণের কার্বন নিঃসরণ হয় যা তাপমাত্রা বৃদ্ধি করে জলবায়ুর পরিবর্তন ঘটিয়ে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে। পলিথিন ও প্লাস্টিকের ব্যবহারের মাধ্যমে শরীরে নানাবিধ জটিল রোগের সৃষ্টি হয়, তাই এখনই পলিথিন বর্জন করা সময়ের দাবি। তিনি জনগণের কাছে পলিথিনের বিকল্প শপিং ব্যাগের প্রাপ্যতা ও সহজলভ্যতা নিশ্চিতের উপর বিশেষ গুরুত্ব দেন।
বিডি প্রতিদিন/এএম