চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিনা বিচারে বন্দি ৫৯ হাতজির মুক্তির জন্য আইনি সহায়তা দিবে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন- চট্টগ্রাম চ্যাপ্টার। বুধবার বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় ‘কারাগারই তাদের ঘরবাড়ি : বিনা বিচারে বন্দী জীবন কাটছে ৫৯ হাজতির’ শীর্ষক সংবাদ প্রকাশ হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন- চট্টগ্রাম চ্যাপ্টার সভাপতি জিয়া হাবিব আহসান বলেন, ‘বিনা বিচারে বন্দী জীবন কাটছে ৫৯ হাজতির শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যার প্রেক্ষিতে হিউম্যান রাইটস ফাউন্ডেশন ওই হাজতিদের মুক্ত করতে আইনি সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তার জন্য জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে প্রয়োজনীয় সহায়তা চেয়ে লিখিত অনুরোধ করা হয়েছে।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় ধরে আটক বন্দীদের আইন সহায়তার জন্য কোনো সংস্থা আবেদন করলে আমরা অবশ্যই সহায়তা করবো। আইনের মধ্যে থেকে তাদের সর্বাত্মক সহায়তা করতে আমরা তৈরি।’
প্রসঙ্গত, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৫ বছরের বেশি সময় ধরে বিনা বিচারে বন্দী রয়েছেন এমন হাজতির সংখ্যা কমপক্ষে ৫৯ জন। তারা হত্যা, ডাকাতি, ছিনতাই, দ্রুত বিচার মামলার গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন বছরের পর পর। বছরের পর বছর ধরে মামলার কার্যক্রম চললেও শেষ হয়নি বিচার কার্য।
বিডি প্রতিদিন/আবু জাফর